পরণে লাল শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ। লাল শাড়িতে ঠিকরে বেরোচ্ছে যেন তাঁরগ্ল্যামার। অসাধারণ দেখাচ্ছে টলি সুন্দরী মধুমিতাকে। নেট দুনিয়ায় হটকেক মধুমিতা ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই তাঁর ফিগারের তারিফ করে থাকেন অনেকেই। তারপরে লাল শাড়িতে বাংলার চিনিকে যেনও আরও মিষ্টি দেখাচ্ছে। এই সাজেই নতুন একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর এই নতুন ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।