অবশেষে মুক্তির পথে মৈনাক ভৌমিকের আগামী ছবি মিনি। করোনা আবহাওয়ায় কপালে ভাঁজ পড়েছিল গোটা ইন্ডাস্ট্রির। বন্ধ হয়েছিল সমস্ত হল। আর সেই কারণেই নির্ধারিত দিনে মুক্তি পায়নি অনেক ছবি । তেমনি একটা ছবি মিনি। এবার সামনে এল মিনির মুক্তির দিন।
আসতে চলেছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবিতে। পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) ছবিতে এবার দেখা যাবে মিমি চক্রবর্তীকে। মৈনাক ভৌমিকের সঙ্গে এই প্রথম কাজ করছেন মিমি চক্রবর্তী। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবির নাম 'মিনি'। অবশেষে মুক্তির পথে মৈনাক ভৌমিকের আগামী ছবি মিনি। করোনা আবহাওয়ায় কপালে ভাঁজ পড়েছিল গোটা ইন্ডাস্ট্রির। বন্ধ হয়েছিল সমস্ত হল। আর সেই কারণেই নির্ধারিত দিনে মুক্তি পায়নি অনেক ছবি । তেমনি একটা ছবি মিনি। এবার সামনে এল মিনির মুক্তির দিন। চলতি বছরের ৬ মে মুক্ত পেতে চলেছে এই ছবি। ছবির ডাবিংয়ের মুহূর্তের ভিডিও ধরা পড়ল ক্যামেরায়। ছবিটির মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি এবং অয়ন্না চট্টোপাধ্যায়কে। ছবির শ্যুটিংয়ের দৃশ্য আগেই ধরা পড়েছিল এশিয়ানেটের ক্যামেরায়। চিনির পরেই মৈনাক ভৌমিকের এই নতুন ছবি মিনি আসতে চলেছে খুব শীঘ্রই। দুই অসমবয়সী বন্ধু এবং নারীবাদী নিয়েই এই নতুন ছবির গল্প। এর আগেও মৈনাক ভৌমিক বহু ভালো ভালো ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমী বাঙালীদের। আরও এক ভালো ছবি যে বাঙালীদের উপহার দিতে চলেছেন তিনি তা বলাই বাহুল্য।