বোনঝি মিনিকে সঙ্গে নিয়ে মেলায় মিমি চক্রবর্তী। কখনও দু'জনে মিলে উঠে পড়লেন কোনও রাইডে। কখনও আবার হাতে বন্দুক নিয়ে ফাটালেন বেলুন। মাসি-বোনঝি দু'জনের পরনেই দেখা গেল মিনি লেখা টি-শার্ট।
বোনঝি মিনিকে সঙ্গে নিয়ে মেলায় মিমি চক্রবর্তী। কখনও দু'জনে মিলে উঠে পড়লেন কোনও রাইডে। রথতলার মেলায় দেখা গিয়েছে দু'জনকে। কখনও আবার হাতে বন্দুক নিয়ে ফাটালেন বেলুন। মাসি-বোনঝি দু'জনের পরনেই দেখা গেল মিনি লেখা টি-শার্ট। ৬মে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিকের নতুন ছবি মিনি। নতুন ছবির প্রমোশনের জন্যই দু'জনকে একসঙ্গে দেখা গেল মেলায়। চুটিয়ে মজা করার পাশাপাশি মাসি-বোনঝিতে সারলেন ছবির প্রমোশন। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। চলুন দেখেনি দুজনের মেলায় কাটানো মিষ্টি মুহূর্তের কিছু ছবি। প্রসঙ্গত, মৈনাক ভৌমিকের ছবি মানেই একেবারে অন্যরকমের গল্প। আবারও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি মিনি। এই ছবি নিয়ে মানুষের মধ্যে উন্মদনার শেষ নেই। বোনঝি এবং মাসির সম্পর্ক নিয়েই এই গল্প। গল্পের মধ্যে থাকছে আরও নানান টুইস্ট। এখন এই ছবি মুক্তির অপেক্ষায় সিনে প্রেমীরা।