২৪ ডিসেম্বর মুক্তি পয়েছে 'টনিক'। উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে 'টনিক'। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। টনিকের প্রিমিয়ারে দেখা গেল চাঁদের হাট। 'টনিক' বড়দিনের বড় উপহার, জানালেন টলি তারকারা।
অবশেষে অপক্ষার অবসান। ২৪ ডিসেম্বর মুক্তি পয়েছে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'টনিক'। উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে 'টনিক'। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। টনিকের প্রিমিয়ারে দেখা গেল চাঁদের হাট। 'টনিক' বড়দিনের বড় উপহার, জানালেন টলি তারকারা। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মদন মিত্র থেকে বাবুল সুপ্রিয়ও। এই কয়েক বছরের দুঃসময় কাটিয়ে একটা ফ্রেশ এয়ারের যে প্রয়োজন ছিল সকলেরই, তা আর বলার অপেক্ষা রাখেনা। আর এই দীর্ঘ ২ বছরেরও বেশি সময়ের অসুখ কাটাতে দরকার ছিল একটা 'টনিকের'। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল সেই মুহুর্ত। বেশ কয়েক বছর আগেই বেঙ্গল টকিজ, ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চাংয়েরস-এর প্রযোজনায় টনিক মুক্তির কথা হয়েছিল। কিন্তু করনা পরিস্থিতিতে সব থমকে গিয়েছিল। বছর ২ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেবের টনিক। ছবির প্রমিয়ারে দেবকে দেখাগেল ধুতি-পাঞ্জাবীতে। সঙ্গে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কলাকুশলীরা। এছড়াও এদিন মঞ্চে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।