২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণী অভিনীত কিশমিশ। দেবের এই নতুন ছবি নিয়ে দর্শকদের উন্মদনার শেষ নেই। ছবির একের পর এক নতুন গান উঠে আসছে সামনে। ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই দর্শকদের উৎসাহের শেষ নেই।
২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণী অভিনীত কিশমিশ। দেবের এই নতুন ছবি নিয়ে দর্শকদের উন্মদনার শেষ নেই। ছবির একের পর এক নতুন গান উঠে আসছে সামনে। ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই দর্শকদের উৎসাহের শেষ নেই। সদ্যই মুক্তি পেয়েছে ছবির আরও একটি নতুন গান। সামনে আসতে না আসতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই গান। গানটি গেয়েছেন নিকিতা গাঁধী ও শাশ্বত সিংহ। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়। 'জানি না ভালোলাগা' গানটি কলকাতার একটি মলে গান মুক্তির অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিল দেব রুক্মিণী সহ আরও অনেকেই। অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন অগুন্তি মানুষ। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। প্রসঙ্গত, ছবির প্রথম গান 'তুই বলব না তুমি' মুক্তির পরই তা হিট হয়। সেই গানও সবার মন জয় করে নিয়েছিল। প্রথম গান হিট করার আনন্দে নাচে মজতে দেখা গেল দেবকে। এবার এই ছবির আরও এক গান সামনে এল, যা সামনে আসতে না আসতেই সুপার হিট। গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।