বড়দিনে টনিক যেন সান্তারই উপহার। সকলের মন ছুঁয়ে গিয়েছে দেব-পরাণ জুটি। মুক্তির পর থেকেই ছবির অধিকাংশ শো হাউসফুল। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সকলকে মুগ্ধ করেছে। ছবি দেখেই পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান অঙ্কুশ-ঐন্দ্রিলা।
বড়দিনের সান্তার উপহারের মতোই যেন টনিক সকলের কাছে সত্যিকারের টনিক হয়ে উঠেছে, সে কথা আগে কেই বা ভেবেছিল। মুক্তির পর দিন থেকেই হাউসফুল দেব পরাণ বন্দোপাধ্যায় অভিনিত টনিক। সকলের মন ছুঁয়ে গিয়েছে দেব-পরাণ জুটি। মুক্তির পর থেকেই ছবির অধিকাংশ শো হাউসফুল। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সকলকে মুগ্ধ করেছে। বলা বাহুল্য বেশ অনেক দিন বাদেই এমন সাফল্যের মুখ দেখল বাংলা ছবি। দেব তো আছেন, তারথেকেও পরাণ বন্দোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ সিনে প্রেমিকরা। শ্যুটিং-এর নানা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব নিজেই। কিন্তু পর্দার ম্যাজিকে আপ্লুত দর্শক মহল। বাদ গেলেন না সেলেবরাও। সম্প্রতি পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। আর সেখানে গিয়েই তাঁরা জানালেন টনিক দেখার পর আর থাকতে পারেননি তাঁরা। এমনকী নিজেদের একটা ছবি অন্তত পরাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে করতে চান বলে জানান তাঁরা।