দেব-পরাণ জুটির টনিকের ডোজের জন্য মুখিয়ে সিনে প্রেমীরা। টনিকের শ্যুটিং-এর কিছু দৃশ্য শেয়ার করলেন দেব। টনিকের শ্যুটিং-এর সেই ভিডিও অবাক করবে সকলকে। সাইকেল চালানো থেকে রাফটিং করতে দেখা গিয়েছে তাঁকে।
হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'টনিক'। বেশ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে টনিক। সদ্যই হয়ে গেল টনিকের গ্যান্ড মিউজিক লঞ্চের অনুষ্ঠান। সেখানে মনের আনন্দে নাচতেও দেখা গিয়েছে দেবকে। সেদিনের অনুষ্ঠানে তবে ছিলেন না পরাণ বন্দ্যোপাধ্যায়। দেব-পরাণ জুটির টনিকের ডোজের জন্য মুখিয়ে সিনে প্রেমীরা। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়ায় টনিকের শ্যুটিংয়ের কিছু দৃশ্য শেয়ার করেছেন দেব। টনিকের শ্যুটিং-এর সেই ভিডিও অবাক করবে সকলকে। সাইকেল চালানো থেকে রাফটিং করতে দেখা গিয়েছে তাঁকে। এই ভিডিও দেখে বুেশ বোঝা যাচ্ছে পার্দায় এই জুটি দর্শকদের নজর কারবেই। শুধু তাই নয় কতটা আনন্দ করে যে তাঁরা শ্যুটিং করেছেন তা শ্যুটিং দেখে বেশ বোঝা যাচ্ছে। শ্যুটিংয়ের এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা দর্শকদের নজর কেড়েছে।