২০২১, ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'টনিক'। দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি মন কেড়েছিল দর্শকদের। এবার টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এই ছবি। বাংলা চলচ্চিত্র জগতে বেশ সারা ফেলেছিল এই ছবি। সিনেমা হলে হাউজ ফুলও হয়েছিল।
২০২১, ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'টনিক' (Bengali movie Tonic)। দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) অভিনীত ছবি মন কেড়েছিল দর্শকদের। এবার টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এই ছবি। বাংলা চলচ্চিত্র জগতে বেশ সারা ফেলেছিল এই ছবি। সিনেমা হলে হাউজ ফুলও হয়েছিল। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবের অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল সকলের। একেবারেই পরিবারিক এই সিনেমা। একেবারে অন্য ধাঁচের এই ছবি। এবার প্রথমবার টেলিভিশনের পর্দায় আসতে চলেছে 'টনিক'। যারা হলে গিয়ে এই ছবিটি দেখতে পাননি তাঁরা সকলেই এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে টনিক। রবিবার দুপুরে জি বাংলার (Zee bangla) পর্দায় দেখা যাবে এই ছবি। ছুটির দিনে জমজমাট এক দুপুর পেতে চলেছেন সিনে প্রেমীরা। দুপুর ৩টে থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে এই ছবি। এখন শুধু রাত পোহানোর অপেক্ষা রবিবারই টিভির পর্দায় দেখা যাবে টনিক।