মধ্যবিত্ত সমাজের আয়না হয়ে মুক্তি পেল এস ভি এফ এর ব্যানারে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি একান্নবর্তী। মা, তার ২ মেয়ে এবং তাদের দিদিমাকে নিয়ে এক ছোট্ট সংসার। কিন্তু সেই সংসারেই একেক জনের যাপন টা বড্ডো বেশিরকমের আলাদা।
একটা সময় সব পরিবারই ছিল প্রায় যৌথ পরিবার। যৌথ পরিবার ছাড়া ছোট পরিবারের তেমন দেখা পাওয়া যেত না। তবে সময়ের সঙ্গে বদলে গিয়েছে সেই পুরনো ছবি। এখন সেই সব পরিবার ভেঙে ছোট হয়ে গিয়েছে। এবার সেই ভেঙে যাওয়া যৌথ পরিবার নিয়েই মৈনাক ভৌমিকের নতুন ছবি একান্নবর্তী। মধ্যবিত্ত সমাজের আয়না হয়ে মুক্তি পেল এসভিএফ এর ব্যানারে মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি একান্নবর্তী। মা, তার ২ মেয়ে এবং তাদের দিদিমাকে নিয়ে এক ছোট্ট সংসার। কিন্তু সেই সংসারেই একেক জনের যাপন টা বড্ডো বেশিরকমের আলাদা। জীবনের নানা ঘাত প্রতিঘাতে কঠিন সত্যের সম্মুখীন হয়ে তারা সকলেই উপলদ্ধি করেন মত ভিন্ন হলেও তারাই একে অপরের পরিপূরক। খুব ছাপোষা মধ্যবিত্ত পরিবারের গল্পই উঠে এল পর্দায়। একান্নবর্তী অমাদের অনেকেরই পাশের বাড়ি কিংবা নিজের বাড়িতে ঘটে যাওয়ার গল্প। সদ্যই হয়ে গেল ছবির প্রিমিয়ার। আর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক থেকে কলাকুশলী সকলেই দেখে নিন কি বললেন তারা।