এই সময় দাঁড়িযে ফিরে দেখা অতীত। তিন যুব নায়কের কাহিনি এবার পর্দায় আসতে চলেছে। আসতে চলেছে কান সিং সোধার প্রযোজিত ছবি '৮/১২'। সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার
এই সময় দাঁড়িযে ফিরে দেখা অতীত। যা আজকের স্বাধীন ভারতের বুনিয়াদ।আর তাই তিন যুব নয়কের কাহিনী এবার পর্দায় আসতে চলেছে। কান সিং সোধার প্রযোজিত আসন্ন ছবি "৮/১২"। সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। বাদল গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছে অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছেন রেমো। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন প্রমুখ। ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলিরা। ৮ ডিসেম্বরেই বিবাদী বাগেই ছবির ট্রেলার লঞ্চ হয়। বিনয়, বাদল এবং দীনেশের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবির বিনয়, বাদল এবং দীনেশ ছবিও তোলেন। ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেমা প্রেমীদের। এখন এই ছবির মুক্তির অপেক্ষায়। স্বাধীনতার ইতিহাসই ফুটে উঠবে এই সিনেমার মধ্যে দিয়ে।