বর্ধমানের আকাশে এখন উড়ছে রঙবেরঙের ঘুড়ি। ঘুড়ি ওড়াতে ব্যস্ত আট থেকে আশি। বর্ধমানের মহারাজা মকর সংক্রান্তির দিন এই ঘুড়ি উৎসবের সূচনা করেছিলেন। এখনও সেই রীতি মেনে ঘুড়ি ওড়ান স্থানীয়রা।
বর্ধমানের আকাশে এখন উড়ছে রঙবেরঙের ঘুড়ি। ঘুড়ি ওড়াতে ব্যস্ত আট থেকে আশি। বর্ধমানের মহারাজা মকর সংক্রান্তির দিন এই ঘুড়ি উৎসবের সূচনা করেছিলেন। এখনও সেই রীতি মেনে ঘুড়ি ওড়ান স্থানীয়রা। তবে ঘুড়ির বাজারেও এবার হাজির রাজনীতি। দেদার বিক্রি হচ্ছে মোদী-মমতা ঘুড়ি। হট কেকের মতই বিকোচ্ছে যুযুধান দুই রাজনৈতিক নেতা-নেত্রীর ঘুড়ি। এদিকে কাগজের ঘুড়ি ক্রমেই উধাও বাজার থেকে। তার বদলে বাজার চাঙ্গা আহমেদাবাদের প্লাস্টিকের ঘুড়ির। তবে বিক্রি কমেছে আগের থেকে। এখন পেটকাটি, চাঁদিয়াল দেখা না গেলেও নজর কাড়ছে বিভিন্ন ডিজাইনের ঘুড়ি। বাজারে বেশ চাহিদা সূর্যমুখী, ফানুশ ও রকেটের। এরমধ্যেই বৃহস্পতিবার থেকে বর্ধমানের সদরঘাটে শুরু হল মেলা।