করোনা পরীক্ষা করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। সরকারি হাসপাতালে লম্বা লাইনে দিয়ে করাতে হচ্ছে করোনা পরীক্ষা। করোনা পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবই তাই বেছে নিচ্ছে অনেকেই। এমই কিছু বেসরকারি জায়গাতেই জালিয়াতির শিকার হতে হচ্ছে মানুষকে। তেমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বেসরকারি ল্যাবে। এক ব্যক্তি ওখান থেকে করোনা পরীক্ষা করায়। পরীক্ষার রিপোর্ট আসতেই ওই ব্যক্তির অভিযোগ রিপোর্টটি জাল। তিনি তথ্য যাচাই করেই এমনটা বলছেন বলেও জানান। তবে এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। কাঁথির পৌর নডাল অফিসার জানিয়েছেন এই ধরনের অভিযোগ এই প্রথম । তিনি তবে আশ্বাস দিয়েছেন এমনটা যদি সত্যি হয়ে থাকে তবে ব্যবস্থা নেবেন।