রাজ্য জুড়ে চলছে করোনা টিকাকরণ। ইতিমধ্যেই বহু মানুষ করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন। এবার মৃত বৃদ্ধার নামে এল কোভিড টিকাকরণ সার্টিফিকেট। পুরুলিয়ার ঝালদায় এমনই ঘটনার অভিযোগ উঠেছে।
ভ্যাকসিন ডোজ সম্পুর্ন করার টার্গেট করতে গিয়ে মৃত বৃদ্ধার নামে এলো ভ্যাকসিন ডোজ সম্পুর্ন করার ম্যাসেজ।চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার ঝালদায়। যখন রাজ্য জুড়ে যখন ১৮ ঊর্ধ্ব কোভিড ভ্যাকসিন সম্পূর্ণ করতে মরিয়া প্রশাসন।বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন।ঠিক সেই সময় পুরুলিয়ার ঝালদা পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের রায় পরিবারে ছয় মাস পূর্বে মৃত বৃদ্ধা মহিলার নামে কো-ভ্যাকসিন দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে বলে মোবাইলে ম্যাসেজ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃতা বৃদ্ধার নাম অন্নদা রায়(৬৯)।তিনি ৬মাস আগে মারা গেছেন।তারপরেও গত ২০নভেম্বর মোবাইলে হটাৎ কোভিড ভ্যাকসিনেশন দুটি ডোজ সম্পূর্ণ করার ম্যাসেজ আসে।এবিষয়ে অন্নদা রায়ের নাতি অমরনাথ রায় জানান।আমার ঠাকুমা গত ২০২১এর ১৮ই এপ্রিল মারা যান।ঠাকুমার বয়স হয়েছিল ৬৯বছর।গত ৩১এ এপ্রিল ঝালদা পৌরসভা থেকে মৃত্যুর প্রমান পত্রও ইস্যু হয়। কিন্তু গত ২০ নভেম্বর মোবাইলে আমার ঠাকুমার নামে ম্যাসেজ আসে"দ্বিতীয় ডোজ ভ্যাকসিন সম্পুর্ন হয়ে গেছে।তাই বিষয়টি নিয়ে প্রশাসনকে বলবো এইভাবে মৃত ব্যক্তির নামে কি ভাবে ভ্যাকসিন হলো |তাহলে এমনিও হতে পারে যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের নামেও হয়তো ভ্যাকসিন হয়ে গেছে।আমার প্রশ্ন মৃত অবস্থায় কি করে সেকেন্ড ডোজ ভ্যাকসিন পেল।সেকেন্ড ডোজ নেওয়ার কাগজ আমার কাছে রয়েছে। যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের নামে মেসেজ চলে আসছে।এটা অবশ্যই প্রশাসনকে দেখা উচিত। ভ্যাকসিন মৃত মানুষতো পায়না কিন্তু মৃত মানুষেরও যদি ভ্যাকসিনের ম্যাসেজ আসে সেটা কিভাবে হচ্ছে,এটা প্রশাসনের নজরদারি করা দরকার।বিষয়টি নিয়ে এখোনো পর্যন্ত পৌরসভা থেকে সাস্থ্য দপ্তর কোনো সদুত্তর পাওয়া যায়নি।ব্লক সাস্থ্য দপ্তর বলছে এটি পৌরসভার বিষয়, আর ঝালদা পৌরসভার সাথে যোগাযোগ করা হলে দেখছি দেখবো করে এড়িয়ে গিয়ে মুখে কুলুপ এঁটেছে। এদিকে ঝালদা এলাকার মোড়ে মোড়ে মৃত বৃদ্ধার ভ্যাকসিনেসন সম্পূর্ণ হওয়ার ম্যাসেজ নিয়ে আলোচনাও বেশ জমে উঠেছে।