করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এতেই এখন দেশের ভয়াবহ পরিস্থিতি। বিশেষজ্ঞদের ধারণা, দেশে আসতে পারে তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা। এই করোনা আক্রান্ত শিশুদের জন্যই বিশেষ উদ্যোগ। বর্ধমান হাসপাতালে ৪০ শয্যার শিশু কোভিড ওয়ার্ড খোলা হয়েছে। শিশু ওয়ার্ডে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীর ব্যবস্থাও করা হয়েছে। চিকিৎসকদের বিশেষ ট্রেনিং দেওয়া হবে পরিস্থিতি মোকাবিলায়।