করোনার জেরে ভয়াবহ পরিস্থিত দেশে। করোনার প্রভাব পড়েছে শিক্ষা থেকে শিল্প সর্বক্ষেত্রেই। করোনার প্রভাব পড়েছে সার্কাস শিল্পেও। রীতিমতো ধুকছে এখন সার্কাস শিল্প। নতুন বছর পড়তেই বসিরহাটে শুরু হয়েছিল সার্কাস।
করোনার জেরে ভয়াবহ পরিস্থিত দেশে। করোনার প্রভাব পড়েছে শিক্ষা থেকে শিল্প সর্বক্ষেত্রেই। করোনার প্রভাব পড়েছে সার্কাস শিল্পেও। রীতিমত ধুকছে এখন সার্কাস শিল্প। নতুন বছর পড়তেই বসিরহাটে শুরু হয়েছিল সার্কাস। বসিরহাটের ভ্যাবলা হাই স্কুলের মাঠে শুরু হয় সার্কাস। তবে কড়াকড়ির জেরে এখন বন্ধ রয়েছে সার্কাস। সার্কাস পুনরায় চালু করার দাবি জানালেন সার্কাসের ম্যানেজার। করোনা বিধি মেনেই সার্কাস চালুর দাবি জানালেন তিনি। 'সার্কাস চালু না হলে আত্মহত্যা ছাড়া কোনও উপায় থাকবে না'। এমনটাই জানাচ্ছে সার্কাসের শিল্পীরা। সার্কাসের ম্যানেজার সঞ্জীব ঘোষ বলেন, লকডাউন-এর জেরে বহু সার্কাস বন্ধ হয়েগেছে। কিছু সার্কাস শিল্প ধুকছে। যে সব শিল্পীরা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা অনেকে চলে গেছেন অন্য পেশায়। কিন্তু যারা যেতে পারছে না তারা এই শিল্পটা কে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু আবার নতুন করে অমিক্রণ এর নির্দেশিকা জারি হয়েছে। কী করে জীবিকা নির্বাহ করব তাই বাধ্য হয়ে এখনও চালিয়ে যাচ্ছি। আর হয়তো কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে বসিরহাট জেলার পুলিশ জেলার পক্ষ থেকে ওমিক্রণ নিয়ে মাইকিং প্রচার করা সত্ত্বেও সাধারণ মানুষের হুঁশ ফিরছেনা।