করোনায় এখন ভয়াবহ পরিস্থিতি রাজ্যে। এই করোনাই প্রাণ কেড়েছে একই পরিবারের ৩ সদস্যের। স্বামী-শ্বশুর-শাশুড়িকে হারিয়ে এখন অসহায় ঝুমা দেবী। একা মেয়েকে নিয়ে এখন দিন কাটছে তাঁর । রায়গঞ্জের মহারাজ কলোনির বাসিন্দা ঝুমা দেবী। করোনায় পর পর স্বামী, শাশুড়ি এবং শ্বশুর -কে হারিয়েছেন তিনি। ১২ দিনের মাথায় তিন জনকে হারিয়ে মেয়েকে নিয়ে দিশেহারা ঝুমাদেবী। এই অসহায় পরিস্থিতে পৌরসভার কাছে সাহায্য চেয়েছেন তিনি। সেখানকার তৃণমূল কাউন্সিলার তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।