ইতিহাসের পুনরাবৃত্তি, ২৪৫ বছরের পুরনো মহিষাদলের রথের চাকা গড়াবে না এবছরও

  • ২৪৫ বছরের পুরনো মহিষাদলের রথ
  • করোনার জেরে এবারও সেখানে গড়াবে না রথের চাকা
  • গত বছরের পর বছরও জগন্নাথদেব যাবেন না মাসির বাড়ি
  • সমস্ত রীতিনীতি মেনেই তবে পুজো হবে সেখানে

করোনা যেন পিছুই ছাড়ছে না মানুষের। গত বছরের পর এবারও করোনা থাবা বসিয়েছে বাঙালির রথ উৎসবে। করোনার জেরে এবছরও মহিষাদলে গড়াবে না রথের চাকা। ২৪৫ বছরের পুরনো মহিষাদলের রথ। গত বছরের পর বছরও সেখানে জগন্নাথদেব যাবেন না মাসির বাড়ি। তবে সমস্ত রীতিনীতি মেনেই পুজো হবে সেখানে। মহিষাদলের ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, ২০২০সালের আগেও ১৯৩২ সালেও একবার মহিষাদলের রথযাত্রা বন্ধ ছিল। তখন ভারতে ব্রিটিশদের অত্যাচার চরমে উঠেছে। এমন সময় রথের দিনই এক স্বাধীনতা সংগ্রামীর ওপর চরম অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ বাহিনী। যার প্রতিবাদে রথ একবার টানার পর রথ টানা বন্ধ রাখে দর্শনার্থীরা। তারা ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে দাবি জানায় পুলিশকে ক্ষমা চাইতে হবে নচেৎ ততকালীন সতেরো চূড়া রথের মাথায় লাগাতে হবে ভারতের জাতীয় পতাকা। এই টানাপোড়েনের মাঝেই সেই বছর বন্ধ হয়ে যায়। আবারও সেই স্মৃতি উষ্কেদিয়েই এবার করোনার জেরে মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। এদিন রথ নিয়ে বৈঠক শেষে এমনটাই জানালেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। 

02:41গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য নদিয়ায়02:14স্যালাইন কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে ধুয়ে দিলেন মীনাক্ষী, দেখুন কী বলছেন02:31'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু03:31‘পাকিস্তানের বিএসএফ হলে মমতা তাদের প্রসংসা করতেন’ মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন সুকান্ত মজুমদার05:44দীর্ঘদিন ধরে ব্যাংকে ঝুলছে তালা! সমস্যার মুখে গ্রাহকরা, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়06:39খো খো বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে! দেখুন কী বলছেন মহিলা খো খো দলের প্রধান কোচ ডঃ মুন্নি জুন04:10'আর কতজন মানুষের প্রান গেলে আপনাদের টনক নড়বে' মমতার সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে স্বাস্থ্যভবন অভিযানের ঢাক কংগ্রেসের06:02'আমাদের এক কোম্পানি বাংলাদেশে ঢুকলে ওরা পালানোর জায়গা পাবে না' চরম জবাব শুভেন্দুর, দেখুন05:21স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন04:08'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর