করোনা যেন পিছুই ছাড়ছে না মানুষের। গত বছরের পর এবারও করোনা থাবা বসিয়েছে বাঙালির রথ উৎসবে। করোনার জেরে এবছরও মহিষাদলে গড়াবে না রথের চাকা। ২৪৫ বছরের পুরনো মহিষাদলের রথ। গত বছরের পর বছরও সেখানে জগন্নাথদেব যাবেন না মাসির বাড়ি। তবে সমস্ত রীতিনীতি মেনেই পুজো হবে সেখানে। মহিষাদলের ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, ২০২০সালের আগেও ১৯৩২ সালেও একবার মহিষাদলের রথযাত্রা বন্ধ ছিল। তখন ভারতে ব্রিটিশদের অত্যাচার চরমে উঠেছে। এমন সময় রথের দিনই এক স্বাধীনতা সংগ্রামীর ওপর চরম অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ বাহিনী। যার প্রতিবাদে রথ একবার টানার পর রথ টানা বন্ধ রাখে দর্শনার্থীরা। তারা ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে দাবি জানায় পুলিশকে ক্ষমা চাইতে হবে নচেৎ ততকালীন সতেরো চূড়া রথের মাথায় লাগাতে হবে ভারতের জাতীয় পতাকা। এই টানাপোড়েনের মাঝেই সেই বছর বন্ধ হয়ে যায়। আবারও সেই স্মৃতি উষ্কেদিয়েই এবার করোনার জেরে মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। এদিন রথ নিয়ে বৈঠক শেষে এমনটাই জানালেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।