করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন বহু মানুষের মৃত্যু হচ্ছে। এই মৃতদেহ দাহ করার কাজ করছেন পুরসভার কর্মীরা। তাদেরই মনবল জোগাচ্ছেন রায়গঞ্জের পুরসভার চেয়ারম্যান। তাঁর সঙ্গে থাকছেন ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলারারও। পালা করে রাতে শ্মশানে থাকছেন তাঁরা। এই নিয়ে সন্দীপ বাবু জানান, এতে আমাদের কর্মীরা যারা কোভিডের শবদাহ করছেন তারা ভরসা পান। রায়গঞ্জ তথা বাইরে থেকে যারা মৃতদের আত্মীয় পরিজনেরা আসছেন তারাও ভরসা পাচ্ছেন। এতদিন ধরে আমরা রয়েছি আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ।