ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক করোনা আক্রান্ত এবার আত্মঘাতী হলেন। ঘটনাটি ঘটেছে মালবাজার এলাকায়। মৃতের নাম প্রদীপ কুন্ডু (৬০)। পেশায় ব্যবসায়ী ওই ব্যাক্তি কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন। তার জেরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান। বুধবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।