সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন পুলিশের। গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করলেন বিধায়ক ও নরেন্দ্রপুর থানার আইসি।
সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন পুলিশের। গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করলেন বিধায়ক ও নরেন্দ্রপুর থানার আইসি। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৬,৭,১০ ও ১১ই জানুয়ারি সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হয়। শুধুমাত্র এমারজেন্সি পরিষেবা চালু থাকবে সেখানে। এইকদিন বাজারগুলি স্যানিটাইজেশনের কাজ করবে পুরসভা। কোভিড বিধি রুখতে মাস্ক পরার বিষয়েও বিশেষ কড়াকড়ি চলছে সেখানে। সাত সকালেই গড়িয়া বাজার যৌথ পরিদর্শন করলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও নরেন্দ্রপুর আইসি অনির্বান বিশ্বাস। মাস্ক ছাড়াই আজও অনেকেই বাইরে বের হয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।