Covid vaccine: করোনা টিকা দিতে মালদহে বিশেষ উদ্যোগ, টিকা এক্সপ্রেস পৌঁছে যাবে দোরগোড়ায়

মালদহ জেলায় এখনও অনেকেই করোনা টিকা পাননি। ৪ লক্ষ ১৩ হাজার মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ পাননি। সেই সব মানুষদের টিকা দিতেই এবার বিশেষ উদ্যোগ। টিকা দিতে টিকা এক্সপ্রেস পৌঁছে যাবে দোরগোড়ায়।

মালদহ জেলায় এখনও প্রায় ৪ লক্ষ ১৩ হাজার মানুষ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। সাধারণ মানুষ প্রথম ডোজ নেওয়ার পরেও দ্বিতীয় ডোজ নিচ্ছেননা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও ভ্যাকসিন এর মাত্রা দ্রুত সম্পন্ন করতে স্বাস্থ্য দপ্তর উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা টিকা এক্সপ্রেসের মাধ্যমে জেলার গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ও গাজোল ব্লকে , টিকাএক্সপ্রেস এর মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ও গাজোল ব্লক টিকা নেওয়া থেকে পিছিয়ে রয়েছে। সেইজন্য স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে তাই এই দুটি ব্লকে প্রথম পর্যায়ে চালু করা হচ্ছে টিকা এক্সপ্রেস। মালদহ জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় হাট বাজার, বাস স্ট্যান্ড,  সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা টিকা এক্সপ্রেসের গাড়ি নিয়ে হাজির হবেন। সেখানে টিকা নিয়ে প্রচার করা হবে। টিকা দেওয়া হয়নি তাদের সেখানে ডেকে স্বাস্থ্যকর্মীরা টিকা দিবেন। ভ্রাম্যমান টিকাকেন্দ্রে সমস্ত সুযোগ-সুবিধা  থাকবে। জাতীয় স্তরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।
 

09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে04:11Suvendu Adhikari : 'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন