সোমবার থেকে তিন দিন বন্ধ থাকবে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর এবং সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এলাকার বাজার বন্ধ সফল করতে সোমবার সকাল থেকেই বিভিন্ন বাজারে বসানো হয়েছে পুলিশ পিকেট। শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে সেখানে, বাকি সমস্ত দোকানপাট তিন দিন বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে পুরসভা।