৩ জানুয়ারি থেকেই শুরু হয়েছে ১৫-১৮ বয়সীদের টিকাকরণ। সোমবার থেকে জেলায় জেয়ায় শুরু হয়েছে টিকাকরণ। কলকাতার একাধিক স্কুলে দেখাযায় টিকাকরণ-এর ছবি। এদিন চেতলা গার্লস হাই স্কুলে দেখা ফিরহাদ হাকিমকে।
প্রতিনিয়ত রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। করোনা সংক্রণ রুখতে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি। সেই সঙ্গেই ৩ জানুয়ারি থেকেই শুরু হয়েছে ১৫-১৮ বয়সীদের করোনা টিকাকরণ। সোমবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে টিকাকরণ। কলকাতার একাধিক স্কুলে দেখাযায় টিকাকরণ-এর ছবি। সোমবার চেতলা গার্লস হাই স্কুলে ভ্যাকসিনেশন শুরু হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। অন্যদিকে বারাসাতেরও একাধিক স্কুলে দেখা যায় এই ছবি। বারাসাতের দুটি স্কুল সন্তোষ মেমোরিয়াল হাই স্কুল এবং বারাসাত গার্লস হাই স্কুলে সোমবার শুরু হয় টিকাকরণ প্রক্রিয়া। বারাসাত গার্লস হাই স্কুলে ২০০ জন ছাত্রীদের দেওয়া হয় কোভ্যাকসিন। পুরুলিয়া জেলায়ও শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। পুরুলিয়া জেলা জুড়ে স্কুলে স্কুলে শুরু হয়েছে ১৫-১৮বছর বয়সিদের প্রথম ডোজ টিকাকরণ। সদর শহর পুরুলিয়া থেকে প্রান্তিক শহর ঝালদা জেলার প্রতিটি প্রান্তের স্কুলের ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে করোনা টিকা। রায়গঞ্জেরও স্কুলগুলিতে সোমবার থেকেই শুরু হয়েছে টিকাকরণ। এছাড়াও রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই শুরু হয়েছে টিকাকরণ।