করোনা আক্রান্ত হয়ে মানসিক ভাবে ভেঙে পড়ছেন অনেকেই। এমন কথাই জানাচ্ছেন মনোবিদরাও। করোনা আক্রান্ত হলে রোগীদের আনন্দে থাকাটা অত্যন্ত জরুরি। এই সমস্ত করোনা রোগীদেরই মনোবল বাড়াচ্ছেন বাপি বিশ্বাস। রায়গঞ্জ কোভিড হাসপাতালের নার্স বাপি বিশ্বাস। নাচে-গানে রোগীদের মন জয় করে নিয়েছেন বাপি। নদিয়া জেলার হাঁসখালির বাসিন্দা বাপি ২০২০ সালে থেকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে নার্সের পদে নিযুক্ত আছেন। গোটা বিশ্ব যখন মারন ভাইরাসে আতঙ্কিত। প্রতিদিন বাড়ছে মৃত্যু মিছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে কোভিডে আক্রান্ত রোগীদের সেবায় লড়াই নিজেকে নিয়োজিত করেছেন। রোগীদের সেবার পাশাপাশি নাচে, গানে, আবৃত্তিতে ভালো করে দিচ্ছেন রোগীদের মন, বাড়াচ্ছেন মনোবলও।