অনেকের মুখেই এখন মাস্ক দেখা যাচ্ছে না, অবশ্য়ই মাস্ক পরে চলুন। করোনা টিকা এখনও না নিয়ে থাকলে এখনই টিকা নিয়ে নিন। ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন, এতে করোনা আক্রান্তের সম্ভাবনা কমবে।
দেশে কমতে শুরু করেছিল করোনা সংক্রমণ। আবারও ফের করোনার গ্রাফ উর্ধ্বমুখী, যা ইতিমধ্যেই চিন্তা বাড়াচ্ছে। চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে বলেও আশঙঅকা রয়েছে। করোনা বাড়লেও এখনও রাস্তায় অনেকের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। করনোর কিছু প্রথমিক বিধি মেনে না নিলে ফের পড়তে পারেন বিপদে, ফের হতে পারে লকডাউনও। অনেকের মুখেই এখন মাস্ক দেখা যাচ্ছে না, অবশ্য়ই মাস্ক পরে চলুন। করোনা টিকা এখনও না নিয়ে থাকলে এখনই টিকা নিয়ে নিন। ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন, এতে করোনা আক্রান্তের সম্ভাবনা কমবে। স্যানিটাইজার ব্যবহার করুন, রাস্তা ঘাটে বেরোলে সঙ্গে রাখুন স্যানিটাইজার। বাইরের পোশাক বাইরে থেকে এসে কেচে ফেলার চেষ্টা করুন এবং স্নান করে নিন। খাওয়ার আগে অবশ্যই করে হ্যান্ডওয়াশ, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। জ্বর, কাশি বা করোনার কোনও উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।