বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই নিয়ে সপ্তমবার হতে চলেছে এই ম্যাচ। এর আগের প্রত্যেকবারই ভারত জয়ী হয়েছে। ব্যক্তিগত পরিসংখ্যানেও ভারতই এগিয়ে।
রবিবার ম্যাঞ্চেস্টারে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এর আগে বিশ্বকাপে ৬ বার সাক্ষাতে ৬বারই জিতেছে ভারত। তার মধ্যে চারটি ম্যাচেই সেরা হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ম্যাচের আগে একনজরে দেখে নিন দুই দলের এইরকমই কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। একই সঙ্গে নজর রাখুন বেশ কিছু আকর্ষণীয় তারকা সংঘাতের দিকেও। এই লড়াইগুলি কিন্তু ম্যাচের ভবিষ্যত নির্ধারণ করে দেবে।