তৃতীয় ম্যাচেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে ব্যাটে-বলে ভাল খেলেন ক্রিস মরিস। জানালেন হিসেব খুব সহজ, ছটি ম্য়াচ জিততে হবে। সমর্থকদেরও চাইলেন পাশে।
বিশ্বকাপের শুরুতেই পরপর তিনটি ম্যাচ হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার উপর ভারত ম্যাচে চোটের কারণে স্টেইন, এনগিদি না থাকায় বড় দায়িত্ব ছিল ক্রিস মরিসের উপর। ধোনির উইকেট দখল-সহ খুব ভালভাবে সেই দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ের সময়ও তিনি শেষের দিকে রাবাডার সঙ্গে ৭০ রানের জুটি গড়েছিলেন ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের বলে ধোনির ক্যাচটিও নেন চমৎকার। কিন্তু দল না জেতায় নিজে ভাল পারফর্ম করে হতাশ তিনি। সাংবাদিক সম্মেলনে সেই হতাশার প্রকাশ ঘটল। তবে এরপরও সমর্থকদের বিপুল সমর্থন চাইলেন তিনি।