ভারতের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রাইজ শামসির। ওই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন চাহাল। মিক্সড জোনে দুই প্রতিপক্ষ স্পিনারের মধ্যে দেখা গেল খুনসুটি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। ওই ম্যাচে চার উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতের বিরুদ্ধেই বিশ্বকাপে অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ স্পিনার তাব্রাইজ শামসির। একটিও উইকেট নিতে পারেননি তিনি। ৯ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান দেন। মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সেখানে এসে পৌঁছলেন চাহাল। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মিক্সড জোনে কিন্তু দেখা গেল দুই তরুণ সদ্য বিশ্বকাপ অভিষেক হওয়া দুই স্পিনারের খুনসুটি।