বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। সারা বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের চোখ এই ম্যাচে। উত্তেজনায় কেঁপে উঠল বাঁকুড়া।
রবিবার ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এই ম্যাচের উত্তেজনা তো আর এলাকা নির্দিষ্ট নয়, সারা পৃথিবীর ক্রিকেট-প্রেমী মানুষেরই চোখ এদিন ইংল্যান্ডের শিল্প শহরে। আঁচ পড়েছে এই বাংলাতেও।
ম্যাঞ্চেস্টার থেকে বাঁকুড়া শহরের দূরত্ব প্রায় ৫০০০ কিলোমিটার। ম্যাঞ্চেস্টারে যখন এদিনের তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকছে, তখন বাঁকুড়ার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কিন্তু দুরত্ব তাপমাত্রার পার্থক্য সব মুছে দিয়েছে ভারত-পাক ম্যাচের উত্তেজনা। এদিন বাঁকুড়া শহরে তো রীতিমতো ছোটখাট ভূমিকম্পই হয়ে গেল।
শহরের বিভিন্ন ক্লাবে এদিন টেলিভিশন বসিয়ে, ঢাক, ঢোল, তাসা বাজিয়ে জমজমাট খেলা দেখার আয়োজন হয়েছে। এদিন সকাল থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা এমন উদ্দাম নাচানাচি করেন যে এলাকার মাটি রীতিমতো কাঁপতে থাকে। সেই সময় যদি বাঁকুড়া শহরে কোনও রিখটার স্কেল বসানো থাকত, তাহলে নিশ্চয়ই তাতে ছোটখাট ভূকম্পন ধরা পড়ত।