একটা খেলা অনেক সময়ে রূপকথার জন্ম দিতে পারে। দশকের পর দশক চলে আসা হিংসা, রাজনীতি, শাসকের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখাতে পারে। কাঁটাতারের বিভেদ ঘুচিয়ে মিলিয়ে দিতে পারে দুই চির প্রতিদন্ধীকে। নুন আনতে পান্তা ফুরানো চাষা কিংবা আলিশান বাংলোয় বসে থাকা ধনকুবের, একটা খেলা একসঙ্গে খুশি করতে পারে দু'জনকেই। এমনই তার ক্ষমতা! আর সেই খেলায় সেরার মুকুট অর্জনের দিন আজ। আজ মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের একদশক। আজ আমাদের গর্ব করার এক দশক। এপ্রিলের ২ তারিখ ক্যালেন্ডারের পাতায় কোনও দাগ থাকে না, তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে যে থাকে, তা বলা বাহুল্য। চৈত্রের একটা তপ্ত দিন সাক্ষী রয়েছে বহু রূপকথার। দুপুর থেকে ফাঁকা রাস্তাঘাট; ক্লাবে-বাড়িতে, মোড়ের মাথায় লাগানো প্রোজেক্টরে চলছে খেলা। ভারত বনাম শ্রীলঙ্কা। শত শত উদ্বেগ ভরা মুখ, কচি-কাঁচার বুক ভরা আশা; ঈশ্বরের কাছে প্রার্থনা, প্লিজ ২০০৩-এর পুনরাবৃত্তি যেন না হয়! একটা উইকেটের পতনে লাখ লাখ মানুষের আর্তনাদ কিংবা একটা ছয়ের পরে বাঁধভাঙা উচ্ছ্বাস। এপ্রিলের ২ তারিখ সাক্ষী থেকেছে এমন বহু ম্যাজিকের, বহু নসটালজিয়ার! ১১টা প্লেয়ারের ঘাম-রক্তে রচিত ইতিহাস আজ দশে পা দিল। এশিয়ানেট নিউজ বাংলার তরফে আপামর ক্রিকেট সমর্থক ও ভারতীয় ক্রিকেট দলের জন্য রইল অনেক শুভেচ্ছা।