বিশ্বকাপ ২০১৯-এর পরই মেয়াদ ফুরিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফদের। তবে ওয়েস্টইন্ডিজ সফর পর্যন্ত বর্তমান সাপোর্ট দলের সবার মেয়াদ বৃ্দ্ধি করা হয়েছে। এর মধ্যেই বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। তাতে গ্যারি কার্স্টেন থেকে মাহেলা জয়বর্ধনে - ক্রিকেট দুনিয়ার অনেক বড় নাম প্রধান কোচ হতে চেয়ে আবেদন করেছেন। তাঁদের মধ্যে থেকে মোট ছয় জনের নামের তালিকা চুড়ান্ত করা হয়েছে। কপিলের নেতৃত্বাধীন কমিটি সাক্ষাতকার নিয়ে এঁদের মধ্য থেকেই একজনকে পরবর্তী কোচ হিসেবে বেছে নেবেন। এই তালিকায় কিন্তু রয়েছে বর্তমান কোচ রবি শাস্ত্রীর নামও। যাঁর পক্ষে সওয়াল করেছেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলি। দেখে নেওয়া যাক, বাকি পাঁচজন কারা। একই সঙ্গে জেনে নেওয়া যাক তাঁদের সম্পর্কে।