২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২। আইপিএল-এর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গত আইপিএল-এর চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ দল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই লড়াইয়ে নামছে চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্স, সেই দিকেই তাকিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা।
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২ (IPL 2022)। আইপিএল-এর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। শনিবার আইপিএল রয়েছে ৭টা ৩০ মিনিট থেকে। গত আইপিএল-এর চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্সআপ দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচেই লড়াইয়ে নামছে চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্স (KKR vs CSK), সেই দিকেই তাকিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা। গতবার আইপিএলে সেরা ব্যাটসম্যান হয়েছিলেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। খেলার পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ক্রিকেটপ্রেমীদের জানার কৌতুহল কম থাকেনা। সিএসকে তারকা রুতুরাজ গায়কোয়াড়ও শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনে এক অভিনেত্রীর প্রেমে হাবুডুব খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে লাইক, কমেন্ট, ইমোজি দিচ্ছেন দুই তারকা। সম্প্রতি, ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে সায়লি সঞ্জীবের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেদের সম্পর্কের বিষয়ে এখনও তাঁরা শীলমোহর দেননি। কেউই এখনও স্বীকার করেননি সম্পর্কের কথা।