চারিদিকে বয়ে চলেছে নীল জলের স্ত্রোত। দুধসাদা রঙের বোটের উপরে তখন শুধুই একে অপরের দিকে চেয়ে হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিক। একজন ভারতীয় ক্রিকেট দলের সদস্য। অন্যজন চেক হলেও বলিউডে এই মুহূর্তে কেরিয়ার গড়ছেন। নাতাশার পরনে নীল- সাদা চেকের ব্লেজার সঙ্গে দুধ সাদা স্যুট এবং কালো রঙের ইনার। আর হার্দিকের পরনে জিন্স প্যান্টের উপরে হাফ-স্লিভ জোবরা সার্ট। নাতাশার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন হার্দিক। এরপর হাতে থাকা জুয়েলারি বক্স থেকে বের করে নেন একটি সুদৃশ্য আংটি এবং তা পরিয়ে দেন নাতাশার ডানহাতের অনামিকায়। পিছনে তখন অর্কেস্ট্রা গাইছে সুপার-ডুপার বলিউড হিট গান। হার্দিক ও নাতাশার বাগদানের এই ভিডিও এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দুবাইয়ে নতুন বছরের প্রথম দিনেই হার্দিক ও নাতাশা একে অপরের সঙ্গে এনগেজমেন্ট সেরে নেন। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের মোস্ট ফ্ল্যামবয়েন্ট বলেই খ্যাতি হার্দিকের। গত বছর তিনি এবং ভারতীয় দলের আর এক ক্রিকেটার কে এল রাহুল কফি উইথ করণ শো-এ মহিলাদেরকে ফ্লার্ট করা নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন। বিতর্ক এতটাই গড়ায় যে সাময়িকভাবে ক্রিকেট থেকে বরখাস্ত হন দুজনে। পরে ক্ষমা চেয়ে ফের ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসেন হার্দিক ও রাহুল। নেটিজেনদের বক্তব্য হার্দিক তো নাতাশা-র সঙ্গে জীবনের গাঁটছাড়া-টা তো প্রায় বেঁধেই ফেললেন, এবার কি তাহলে কে এল রাহুল ও তাঁর অভিনেত্রী বান্ধবী তথা সুনীল শেঠির মেয়ে আথিয়া-র এনগেজমেন্টের পালা!