শিখর এবং শ্রেয়সের ব্যাটে ভর করে ম্যাচ জিতল ঋষভের দল। বুধবার হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল ঋষভের দল। একের পর এক ম্যাচে হেরে অধিনায়ক বদল করে হায়দরাবাদ। অধিনায়ক বদল হলেও ভাগ্য বদলাতে পারেনি হায়দরাবাদ। অন্যদিকে জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখল ডিসি। শিখর ধবন ও পৃথ্বী শ শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন। পৃথ্বী শ শুরুতেই তবে ১১ রানে ফিরে যান। পৃথ্বী শ-এর পর ধবন এবং শ্রেয়স ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ধবন ৩৭ বলে ৪২ রান করে আউট হলেও লড়াই চালিয়ে যান শ্রেয়াস। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান শ্রেয়াস এবং ক্যাপটেন পন্থ।
শিখর এবং শ্রেয়সের ব্যাটে ভর করে ম্যাচ জিতল ঋষভের দল। বুধবার হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল ঋষভের দল। একের পর এক ম্যাচে হেরে অধিনায়ক বদল করে হায়দরাবাদ। অধিনায়ক বদল হলেও ভাগ্য বদলাতে পারেনি হায়দরাবাদ। অন্যদিকে জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখল ডিসি। শিখর ধবন ও পৃথ্বী শ শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন। পৃথ্বী শ শুরুতেই তবে ১১ রানে ফিরে যান। পৃথ্বী শ-এর পর ধবন এবং শ্রেয়স ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ধবন ৩৭ বলে ৪২ রান করে আউট হলেও লড়াই চালিয়ে যান শ্রেয়াস। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান শ্রেয়াস এবং ক্যাপটেন পন্থ।