পরিসংখ্যানের বিচারে বেঙ্গালুরুর থেকে কিছুটা এগিয়ে রয়েছে কলকাতা। আজ এই দুই দলই মুখোমুখি হতে চলেছে। এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এি ম্যাচে দুই দলের মরণ-বাঁচনের লড়াই। এখনও পর্যন্ত কলকাতা জিতেছে ১৫ বার, বেঙ্গলুরু জিতেছে ১৩ বার। কলকাতা কিছুটা হলেও তাই এগিয়ে রয়েছে। অন্যদিকে, শেষ চারটি ম্যাচে পরপর জিতেছে বিরাটের দল। রান তাড়া করার দিক থেকেও কিছুটা এগিয়ে কোহলীরা। প্লে-অফে এর আগে কখনও দুই দল মুখোমুখি হয়নি। তাই আজ জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনা থাকবে এই ম্যাচে। আজকের এই ম্যাচে কে জেতে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
পরিসংখ্যানের বিচারে বেঙ্গালুরুর থেকে কিছুটা এগিয়ে রয়েছে কলকাতা। আজ এই দুই দলই মুখোমুখি হতে চলেছে। এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এি ম্যাচে দুই দলের মরণ-বাঁচনের লড়াই। এখনও পর্যন্ত কলকাতা জিতেছে ১৫ বার, বেঙ্গলুরু জিতেছে ১৩ বার। কলকাতা কিছুটা হলেও তাই এগিয়ে রয়েছে। অন্যদিকে, শেষ চারটি ম্যাচে পরপর জিতেছে বিরাটের দল। রান তাড়া করার দিক থেকেও কিছুটা এগিয়ে কোহলীরা। প্লে-অফে এর আগে কখনও দুই দল মুখোমুখি হয়নি। তাই আজ জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনা থাকবে এই ম্যাচে। আজকের এই ম্যাচে কে জেতে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।