আইপিএল-এ (IPL 2021) আজ আরও এক রুদ্ধশ্বাস লড়াই। ডিসি-র মুখোমুখি হবে আজ কলকাতা নাইট রাইডার্স (KKR)। আগের ম্যাচে শেষ বলে চেন্নাইয়ের বিরুদ্ধে হার হয় কলকাতার। সেই সঙ্গেই আন্দ্রে রাসেলের চোট উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ডিসি (DC) রয়েছে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। কলকাতার জন্য অবশ্য আজকের ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্লে-অফে টিকে থাকতে শেষ চারটি ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে নাইটদের। এই ম্যাচটিও তাই বিশেষ গুরুত্বপূর্ণ। পন্থদের দল এবার তবে দারুণ ছন্দে রয়েছে। শ্রেয়স আইয়ার ফিরে আসায় আরও শক্তিশালী হয়েছে ডিসি। অন্যদিকে কলকাতাও জিততে মরিয়া। তাই আশা করাই যায় আজ দুই দলের মধ্যে জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি।
আইপিএল-এ (IPL 2021) আজ আরও এক রুদ্ধশ্বাস লড়াই। ডিসি-র মুখোমুখি হবে আজ কলকাতা নাইট রাইডার্স (KKR)। আগের ম্যাচে শেষ বলে চেন্নাইয়ের বিরুদ্ধে হার হয় কলকাতার। সেই সঙ্গেই আন্দ্রে রাসেলের চোট উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ডিসি (DC) রয়েছে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। কলকাতার জন্য অবশ্য আজকের ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্লে-অফে টিকে থাকতে শেষ চারটি ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে নাইটদের। এই ম্যাচটিও তাই বিশেষ গুরুত্বপূর্ণ। পন্থদের দল এবার তবে দারুণ ছন্দে রয়েছে। শ্রেয়স আইয়ার ফিরে আসায় আরও শক্তিশালী হয়েছে ডিসি। অন্যদিকে কলকাতাও জিততে মরিয়া। তাই আশা করাই যায় আজ দুই দলের মধ্যে জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি।