পিঙ্ক বলে প্রথম দিন রাতের টেস্ট খেলতে নামার আগে বুধবার ইডেনে শেষ অনুশীলন করল ভারতীয় দল। যদিও এদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না মহম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন।
গোলাপি বলে প্রথম টেস্ট। ভারতীয় দলের ক্রিকেটারার বুধবার বিকেলে নেমেছিল অনুশীলনে। ফ্লাড লাইটের নিচে নিজেদের পিঙ্ক বলে ঝালিয়ে নিয়েছিলেন বিরাটরা। বৃহস্পতিবার সকালে অনুশীলন করল ভারতীয় দল। ভারতীয় দলের অনুশীলনে সবাই উপস্থিত থাকলেও ছিলেন না দলের দুই প্রধান বোলার। অনুশীলনে দেখা গেল না আর আশ্বিন ও মহম্মদ সামিকে। উল্টো দিকে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন কুলদীপ। এই ছবি দেখে বৃহস্পতিবারের ইডেনে গুঞ্জন, তাহলে কি গোলাপি বলে অশ্বিনের বদলে কুলদীপ। যদিও সাংবাদিক সম্মেলনে তেমন কোনও ইঙ্গিত দেননি ভারত অধিনায়ক কোহলি। অনেকের মতে টানা ক্রিকেটের ধকল থেকে কিছুটা বিশ্রাম নিতেই মাঠে আসেননি সামি ও অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলার আগে বেশ আত্মবিশ্বাসী দেখাল ভারতীয় দলকে।