বাড়িতে থেকেই করোনা মোকাবিলার চেষ্টা চলছে অনুষ্টুপের। বেইরে গেলেও করোনার সুরক্ষা নিয়েই বাইরে যাচ্ছেন তিনি। ভেপার নেওয়া থেকে প্রচুর জল খাচ্ছেন নিজেকে সুস্থ রাখতে। সেই সঙ্গেই ক্রিকেটারদের কথাও ভাবছেন তিনি। 'করোনা গেলেই ভালো সময় একদিন ফিরবেই'। সেই সময়ের কথা ভেবেই আশা রাখার বার্তা দিলেন অনুষ্টুপ। বললেন, 'করোনা গেলেই আবার ঝাপিয়ে পড়তে হবে খেলার মাঠে'।