নতুন বছরের আগেই হাসপাতাল ছাড়লেন সৌরভ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। নতুন বছরের আগেই অবশেষে বাড়ি ফিরছেন দাদা। সকালেই হাসপাতালের সামনে তাঁর গাড়ি দেখা যায়।
নতুন বছরের আগেই হাসপাতাল ছাড়লেন সৌরভ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। নতুন বছরের আগেই অবশেষে বাড়ি ফিরছেন দাদা। সকালেই হাসপাতালের সামনে তাঁর গাড়ি দেখা যায়। বেলা গড়াতেই হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, বাড়িতেই আইসোলেশনে থাকবেন সৌরভ। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন সৌরভ। আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। এবার করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। ডোনা এবং সানার কোভিড রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। তাঁর ওমিক্রন পরীক্ষাও করা হয়েছে বলে জানাযাচ্ছে, তবে পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। বাড়িতেই থাকবেন, তবে তাঁর সংস্পর্শে কেউ এখন আসবে না বলেই জানা গিয়েছে। তবে নতুন বছরের আগেই বাড়ি ফিরে বেশ খুশি দাদা। তাঁকে দেখে তা বেশ বোঝাগেল।