রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে শিলিগুড়়ি পুরসভার মেয়ার অশোক ভট্টাচার্য, শুভেচ্ছা জানালেন হবু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে অনেক প্রত্যাশা অশোকের।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি হতে চলেছেন। বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেটের সিংহাসনে বসতে চলেছেন। কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সৌরভের সিএবি থেকে বিসিসিআইয়ের এই যাত্রাকে রাজনৈতিক দিক থেকে দেখার চেষ্টা করছেন। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী সেই পথে হাঁটতে চান না। সৌরভের জন্য একরাশ শুভেচ্ছা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের। সঙ্গে একরাশ প্রত্যাশা।