ভোটের পরে টানা অশান্তি চলছে ভাটপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। অভিযোগ, পাল্টা অভিযোগের পরে এবারে বিজেপি নেতার অর্জুন সিংহকে ভিডিও বার্তার মাধ্যমে এলাকায় শান্তি ফেরানোর আবেদন জানালেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভিডিও বার্তায় 'দাদা' হিসেবে তিনি অর্জুনকে এই বার্তা দিচ্ছেন বলেও দাবি করেছেন মদন। তবে মদনের এই বার্তায় আগাগোড়াই অর্জুনের জন্য শ্লেষ এবং বিদ্রুপ ভরা ছিল। একই সঙ্গে অর্জুনকে তাঁর প্রস্তাব, "অন্য কাউকে মারিস না। তুই যেখানে বলবি, আমি মার খেতে সেখানে চলে যাব।"
ভিডিও-তে মদনকে বলতে শোনা যাচ্ছে, "থ্যাঙ্ক ইউ অর্জুন, আর গুন্ডামি করিস না, আগুন জ্বালাস না, আমি তোর দাদা হিসেবে বলছি, এসব বন্ধ করে দে। ভোট তো যা হওয়ার হয়ে গিয়েছে, কারচুপি, জোচ্চুরি, রিগিং, টাকা ছড়ানো, রক্ত ঝরানো- যা তোকে মানায় সবই করে ফেলেছিস। এগুলো অবশ্য তোকেই মানায়। এসব আর করিস না ভাল থাকিস। তেইশ তারিখ দেখা হবে।"
এরই মধ্যে অবশ্য মুকুল রায়কে নিয়েও অর্জুনকে বিঁধেছেন মদন। নরেন্দ্র মোদীকে বোকা বানিয়ে অর্জুন নিজের এবং ছেলের টিকিট জোগাড় করেছেন বলেও কটাক্ষ করেছেন মদন। আর সব শেষে অর্জুনকে চ্যালেঞ্জের সুরে তাঁর প্রস্তাব, "কাউকে না মেরে মারার ইচ্ছে থাকলে আমায় বলবি, যেখানে বলবি চলে যাব। ধাপার মাঠেও যেতে পারি। আমি হাত তুলে দাঁড়িয়ে থাকব, তুই মারবি। তবে ভুলেও কিন্তু বলিস না 'দাদা, তুমিও আমায় একটু মারো', তাহলে কিন্তু বিপদে পড়ে যাবি।" মার খেতে রাজি হলেও সব শেষে ফের ব্যঙ্গের সুরে অর্জুনের কাছে একটি আব্দারও রেখেছেন মদন, তিনি বলেছেন, "মারার আগে একটু খাইয়ে টাইয়ে নিস।"