অপরাজিতা অপু এখন টান টান উত্তেজনায় ভরপুর। একের পর এক নতুন চমক, বাড়ির মেয়েরা ঠিক কীভাবে চাইলেই বাইরে বেরিয়ে দুর্নীতি শেষ করতে পারে, সেই গল্পই ফুঁটে উঠছে প্রতিটা পদে পদে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।
অপরাজিতা অপু এখন টান টান উত্তেজনায় ভরপুর। একের পর এক নতুন চমক, বাড়ির মেয়েরা ঠিক কীভাবে চাইলেই বাইরে বেরিয়ে দুর্নীতি শেষ করতে পারে, সেই গল্পই ফুঁটে উঠছে প্রতিটা পদে পদে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। অবশেষে বিডিও হওয়ার স্বপ্নপূরণ হয়েছে অপুর। বহুদিনের তাঁর এই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই তবে চাকরির জন্য এবার তাঁকে বাড়ি ছাড়তে হবে। বিডিও হওয়ার পরীক্ষায় পাস করলেও এক নতুন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে এবার অপু। বিডিও হয়ে অপু গিয়েছে ফুলবাড়িতে। চাকরির জন্য পরিবারের থেকে দূরে সেখানেই থাকতে হবে এবার অপুকে। কেমন হবে অপুর প্রথম চাকরির অভিজ্ঞতা। ফুলবাড়ি দুর্নীতি দূর করতে নতুন রূপে এবার দেখা যাবে বিডিও অপুকে। আপরাজিতে অপুতে আসতে চলছে রুদ্ধশ্বাস ৩ পর্ব। তবে বিডিও হওয়া যে সহজ কাজ নয় তা উঠে আসবে এবার এই ধারাবাহিকের হাত ধরে। আরও কঠিন পরীক্ষার সম্মুখিন হতে হবে এবার অপুকে। তেমনই রুদ্ধশ্বাস পর্ব আসতে চলেছে এবার অপরাজিতা অপুতে।