সকলের ভালোবাসায় ৫০০ পর্ব পার করল সকলের প্রিয় ধারাবাহিক খড়কুটো। গুনগুন অ্যান্ড টিম-এর মজার মজার কান্ডে মেতে থাকেন খড়কুটোর দর্শকরা। সদ্যই সম্প্রচারের সময় বদলেছে এই ধারাবাহিকের।
খড়কুটো ধারাবাহিকে আসছে একের পর এক নতুন মোড়। নানান মজার ঘটনায় সাজানো এই ধারাবাহিক সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে ধারাবাহিক টিআরপি তালিকায় ১ থেকে ১০ এর মধ্যে জায়গা করে নিতে পারেনি। তবে সকলের ভালোবাসায় ৫০০ পর্ব পার করল সকলের খড়কুটো। গুনগুন অ্যান্ড টিম-এর মজার মজার কান্ডে মেতে থাকেন খড়কুটোর দর্শকরা। সদ্যই সম্প্রচারের সময় বদলেছে এই ধারাবাহিকের। বছরের শুরুতেই গুজব ছড়িয়েছিল শেষ হতে চলেছে খড়কুটো। আর সেই খবরেই বেশ চিন্তায় ছিল দর্শকরা। কিন্তু সেই সব গুজব উড়িয়ে দিয়েই নিজেদের ৫০০ পর্বের সেলিব্রেশন করল টিম খড়কুটো। সেটেই খড়কুটো কেক কেটে হল সেলিব্রেশন। ধারাবাহিকে যদিও এখন খুবই টানটান উত্তেজনা। কারণ হল্লা পার্টির অন্যতম সদস্য, পটকা এখন অসুস্থ। আর সেই নিয়েই চিন্তায় গোটা বাড়ির লোক, এমনকী দর্শকও।