নীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা। গুহ’রা শিল্পচর্চা নিয়ে থাকে, প্রায় সকলেই কিছু না কিছু জানে, কেউ রবীন্দ্র সঙ্গীত, কেউ বা কত্থক আর সান্ধ্য আসর জমায় টলি ক্লাবে, সুরা আর চিজে ডুব দিয়ে। অন্যদিকে উত্তর কলকাতার বনেদি গাঙ্গুলি পরিবার, যারা এখনও পুরনো আসবাব আর কোচবিহার রাজ পরিবারের সাথে কোনো এক সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন। নামকরা উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিয়ে একান্নবর্তী পরিবার গাঙ্গুলি’রা। এই দুই পরিবারই জুড়তে চলেছে। দুই পরিবারের ছেলে মেয়ে গাটছড়া বাঁধতে চলেছে। আর তাই নিয়েই ক্লিকে আসছে নতুন সিরিজ 'গাঙ্গুলিস ওয়েড গুহস'। সমদর্শী দত্ত -র পরিচালনায় আসতে চলেছে এই নতুন সিরিজ। এই সিরিজে মূল চরিত্রে থাকছেন পরিচালক নিজেই। তাঁর বিপরীতে থাকছেন অমৃতা চট্টোপাধ্যায়।
নীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা। গুহ’রা শিল্পচর্চা নিয়ে থাকে, প্রায় সকলেই কিছু না কিছু জানে, কেউ রবীন্দ্র সঙ্গীত, কেউ বা কত্থক আর সান্ধ্য আসর জমায় টলি ক্লাবে, সুরা আর চিজে ডুব দিয়ে। অন্যদিকে উত্তর কলকাতার বনেদি গাঙ্গুলি পরিবার, যারা এখনও পুরনো আসবাব আর কোচবিহার রাজ পরিবারের সাথে কোনো এক সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন। নামকরা উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিয়ে একান্নবর্তী পরিবার গাঙ্গুলি’রা। এই দুই পরিবারই জুড়তে চলেছে। দুই পরিবারের ছেলে মেয়ে গাটছড়া বাঁধতে চলেছে। আর তাই নিয়েই ক্লিকে আসছে নতুন সিরিজ 'গাঙ্গুলিস ওয়েড গুহস'। সমদর্শী দত্ত -র পরিচালনায় আসতে চলেছে এই নতুন সিরিজ। এই সিরিজে মূল চরিত্রে থাকছেন পরিচালক নিজেই। তাঁর বিপরীতে থাকছেন অমৃতা চট্টোপাধ্যায়।