ফুড ডেলিভারি অ্যাপে সিঙারা অর্ডার করে ঘরোয়া পোশাকে ভারত পাক ম্যাচ দেখতে বসেছিলেন অভিনেতা মীর আফসার আলি, ডেলিভারি বয় খাবার নিয়ে দরজায় কড়া নাড়লেন , কিন্তু এবার ছবিটা একদম অন্যরকমের
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা প্রথম থেকেই ছিল তুঙ্গে | স্বভাবতই টিভির সামনে থেকে সরতে পারছেন না দেশবাসী, মীর ও তার ব্যতিক্রম নন | এর পর ডেলিভারি বয় খাবার নিয়ে দরজায় কড়া নাড়লেন | খাবার নিয়ে মুখের উপর দরজা বন্ধ নয়, বরং হাত ধরে টেনে ঘরে এনে বসালেন মীর | একসঙ্গে বসে দেখলেন ইন্ডিয়া-পাকিস্তানের টানটান ম্যাচ | খাবার ডেলিভারি বয়ের নাম ছিল মধুসূদন দাস | মীরকে জানালেন বাড়িতে কে কে রয়েছে, সারাদিনে কটা অর্ডার উঠল সবটাই | এরপর ভারত জিতে যাওয়ার পর তাকে জড়িয়ে ধরলেন মীর | বিভেদের এই সমাজে মীর-মধুসূদন মিলে গেলেন ক্রিকেটের মধ্য দিয়ে