চোখে জল রচনার, অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া

না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া টলিউডে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে পৌঁছিয়েছেন বহু তারকা। অভিনেতার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁর মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটে যান লাবণী সরকার।

আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা (Tollywood actor) অভিষেক চট্টোপাধ্য়ায় (Abhishek Chatterjee)। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর পর্দায় দেখা যাবে না, এই কথাটা মেনে নিতে পারছেন না কেউই। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ।  রাত ১ টার পরই  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। গত দু-তিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, এমনকী বুধবার একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই কোনওমতে বাড়িতে ফেরেন। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে তিনি মোটেই রাজি হয়নি। উল্টে বাড়িতেই চিকিৎসা করতে চান বলেছিলেন অভিনেতা। সেইমতো বাড়িতেই চিকিৎসা শুরু হয়। তারপরও শেষরক্ষা হল না। বেলা বাড়তেই অভিনেতার বাড়িতে আসতে শুরু করেন টলিউডের তারকারা। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন লাবনী সরকার সহ টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। অভিনেতার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই। কান্নায় ভেঙে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু তারকা। 'পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে', জানালেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিষেক চট্টোপাধ্যায়ের। 
 

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড