না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া টলিউডে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে পৌঁছিয়েছেন বহু তারকা। অভিনেতার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁর মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটে যান লাবণী সরকার।
আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা (Tollywood actor) অভিষেক চট্টোপাধ্য়ায় (Abhishek Chatterjee)। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর পর্দায় দেখা যাবে না, এই কথাটা মেনে নিতে পারছেন না কেউই। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। রাত ১ টার পরই প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। গত দু-তিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, এমনকী বুধবার একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই কোনওমতে বাড়িতে ফেরেন। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে তিনি মোটেই রাজি হয়নি। উল্টে বাড়িতেই চিকিৎসা করতে চান বলেছিলেন অভিনেতা। সেইমতো বাড়িতেই চিকিৎসা শুরু হয়। তারপরও শেষরক্ষা হল না। বেলা বাড়তেই অভিনেতার বাড়িতে আসতে শুরু করেন টলিউডের তারকারা। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন লাবনী সরকার সহ টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। অভিনেতার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই। কান্নায় ভেঙে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু তারকা। 'পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে', জানালেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিষেক চট্টোপাধ্যায়ের।