মিঠাই ধারাবাহিকের অন্যতম ইউএসপি পরিবারের বন্ডিং। মিঠাই পরিবারের সদস্যদের বন্ডিং শুধু পর্দায় সীমিত নেই। পর্দার বাইরেও তাঁদের মধ্যে রয়েছে সুন্দর এক সম্পর্ক। সারাক্ষণই তাঁদের মেকআপ রুমে চলে হৈ হৈ। সেই ছবি সোশ্যাল মিডিয়ার হাত ধরে আগেও উঠে এসেছে।
মিঠাই ধারাবাহিকের অন্যতম ইউএসপি হল পরিবারের একে অপরের সাথে অটুট বন্ধন। মিঠাই পরিবারের এই বন্ডিংই মন ছুঁয়ে যায় দর্শদের। যার জন্য টিআরপি তালিকায় একইভাবে নিজেদের জায়গা ধরে রেখেছে মিঠাই। তবে মিঠাই পরিবারের সদস্যদের এই বন্ডিং শুধু পর্দায় সীমিত নেই। এটা যে পর্দার বাইরেও একইরকম ভাবে গাড় তা বলার অপেক্ষা রাখেনা। সারাক্ষণই মেকআপ রুমে চলে হৈ হৈ। আর তার নানা ঝলকও দেখা যায় সোশ্যাল মিডিয়া। এর আগেও আমরা তাদের জমাটি আড্ডা দেখিয়েছি আপনাদের। এবার সেই মেকআপ রুমি জমে উঠলো সিদ্ধার্থের গানে। হ্যাঁ, অভিনেতা আদ্রিত যে অভনয়ের সঙ্গে দারুন গান ও জনে ন সে কথা কারও অজানা নয়। সময় পেলেই নিজের গিটার নিয়ে গানে আড্ডায় জমিয়ে দেয় পরিবেশ। আর এবারও তেমনটাই হল। আর সেই মজার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আদৃত নিজেই।