রাজনীতিটা ঠিক বুঝি না। রাজনীতি নিয়ে একাধিক মন্তব্য অঙ্কুশের। চলচ্চিত্র জগতে যেন রাজনীতি না আসে। এমনই ইচ্ছা প্রকাশ করলেন অঙ্কুশ। রাজনীতি নিয়ে বলতে গিয়েই করলেন ছবির প্রচার। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ম্যাজিক'। তাই নিয়েই বললেন ম্যাজিকের অপেক্ষায় সকলে। রাজনৈতিক ইঙ্গিতের পাশাপাশি সারলেন ছবির প্রচার।