বাচ্চাদের সঙ্গে অন্যরকম প্রজাতন্ত্র দিবস উদযাপন অভিনেত্রী চান্দ্রেয়ী-র

বাচ্চাদের সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন চান্দ্রেয়ী। প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিন ভাগ করে নিলেন সাধারণ মানুষের সঙ্গে। এক অন্যরকম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। এ লিটিল কনট্রিবিউশন-এর শিশুদের সঙ্গে তিনি বেশ কিছুটা সময়ও কাটান। সমাজের পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দেন নানান উপহারও। পিছিয়ে পড়া শিশুদের জন্য এদিন খাবারের বন্দোবস্তও করেন তিনি।

অভিনয় জগতে নেগেটিভ হোক, বা পজেটিভ রোল, সব কিছুতেই অবাধ বিচরণ অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের। আজ, ২৬শে জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'মুক্তি'। তাছাড়াও, সামনেই আসতে চলেছে নতুন হরর ফিল্ম 'রিশ', এবং শুরু হতে চলেছে তাঁর প্রখ্যাত ওয়েব ধারাবাহিক 'মন্টু পাইলট ২'-এর শ্যুটিং। তবে, এ তো গেল তাঁর অভিনেত্রী জীবনের কথা। তার সঙ্গে সঙ্গে মানুষ চান্দ্রেয়ী আজকের এই বিশেষ দিন ভাগ করে নিলেন সাধারণ মানুষের সঙ্গে, এবং সাধারণ মানুষের মাঝেই। 'আ লিটিল কন্ট্রিবিউশন' ক্লাসরুমের পিছিয়ে পড়া বাচ্ছাদের সঙ্গে ২৬শে জানুয়ারির এই সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন চান্দ্রেয়ী ঘোষ। এখানকার পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে তিনি আজকে সকালে বেশ কিছুটা সময় কাটান। এখানে তিনি তাদের প্রত্যেককে উপহার দেন আঁকার খাতা, রং পেনসিল, লজেন্স সহ আরো অনেক কিছু। তার সঙ্গে সঙ্গে তাদের আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাল মিলিয়ে নিজেও অংশগ্রহণ করেন অভিনেত্রী। এই সংস্থার পিছিয়ে পড়া শিশুদের জন্য এই দিন খাবারের বন্দোবস্তও করেন তিনি। প্রত্যেক শিশুর হাতে তুলে দেন খাবার। সাধারণতন্ত্র দিবস প্রত্যেকটি সাধারণ মানুষের, এবং প্রত্যেকজন সাধারণ ভারতবাসীর অধিকারের কথা বার বার করে মনে করিয়ে দেয় আমাদের। চান্দ্রেয়ী ঘোষের এই উদযাপন আমাদেরকে সেই কথাই আবার করে মনে করিয়ে দিলো। তাঁর এই উদযাপন বিষয়ে কি বললেন চান্দ্রেয়ী ঘোষ, জানতে দেখুন তলার ভিডিও।

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more