বরাবরই চর্চায় থাকেন শোভন-স্বস্তিকা। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে অড্ডায় স্বস্তিকা দত্ত। ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমালেন অভিনেত্রী। বেশ কিছুদিন হয়েছে তাঁর ধারাবাহিকের যাত্রা শেষে হয়েছে। এরপর এখনও পর্যন্ত তাঁকে দেখা যায়নি ছোট পর্দায়।
বরাবরই চর্চায় থাকেন শোভন-স্বস্তিকা। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে অড্ডায় স্বস্তিকা দত্ত। ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমালেন অভিনেত্রী। বেশ কিছুদিন হয়েছে তাঁর ধারাবাহিকের যাত্রা শেষে হয়েছে। এরপর এখনও পর্যন্ত তাঁকে দেখা যায়নি ছোট পর্দায়। কবে আবার ফিরবেন সকলের প্রিয় রাধিকা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা দত্ত তা জানতে দর্শকরা বেশ কৌতুহলী। বরাবরই অকপটে কথা বলতে পছন্দ করেন তিনি। তাই এশিয়ানেটের মুখোমুখি হয়ে কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডায় জমালেন অভিনেত্রী। শোভন এবং স্বতিকার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় এবং ভক্তদের কৌতুহলের শেষ নেই। প্রথমদিকে সম্পর্কের কথা স্বীকার না করলেও বেশ কিছুদিন পরে নিজেরাই সেকথা স্বীকার করেন দুই তারকা। আড্ডায় অকপট স্বস্তিকা, শোনালেন নিজের প্রেমের গল্প। 'শোভন খুব সাধারণ ছেলে'- স্বস্তিকা দত্ত। নিজেকে নিয়েই কষ্ট পান স্বস্তিকা, জানালেন অভিনেত্রী। ইমনের সঙ্গে কেমন সম্পর্ক স্বস্তিকার। খোলামেলা আড্ডায় জানালেন সেকথাও। বিয়ে নিয়ে তবে এখনই কিছু ভাবছেন না অভিনেত্রী। আড্ডার ফাঁকেই জানালেন সেকথাও।